বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেন গ্রেপ্তার

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ২৩ মার্চ) ভোরে সিলেট জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া) সাইফুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত আক্তার হোসেন আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক।

গ্রেপ্তারের কারণ হিসেবে জানতে চাইলে তিনি জানান, শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা নগরীর একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে।

এ ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। রাতে এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে মামলার তিন নম্বর আসামী।

আক্তার ছাড়াও মামলায় আরো একাধিক এজাহার নামীয় আসামি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এএইচ