দেশে এখন
0

ব্যারিকেড ভেঙে শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান, সতর্ক অবস্থানে পুলিশ

কোটা সংস্কারের দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে মুখোমুখি অবস্থানে পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে বাতবিতণ্ডার ঘটনা ঘটে। পরে ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থনকারী শিক্ষার্থীরা।

চতুর্থদিনের মতো ‌‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত কর্মসূচি পালনে আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগে সমবেত হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল।

এর আগে বিকেল থেকেই শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জলকামানসহ পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়।

নিউমার্কেট মোড়েও আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যেতে বাধা দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্সল্যাবের দিকে অগ্রসর হয়।

এদিকে চট্টগ্রামের টাইগারপাসে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে টাইগারপাস থেকে মিছিল নিয়ে ২নং গেট যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় সেখানে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা ও ধাওয়া-পাল্টা ধাওয়াসহ টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এছাড়া এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। —প্রেস বিজ্ঞপ্তি

আসু