আজ (সোমবার, ২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টা থেকে শাহজাদপুরের ঢাকা পাবনা মহাসড়কের বিসিক বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ভাড়া নেওয়া একাডেমিক ভবন-৩ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।
এ সময় শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও দীর্ঘ ৮ বছরে স্থায়ী ক্যাম্পাস ও আবাসিক ভবন নির্মাণ হয়নি। যে কারণে নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। অতিদ্রুত ক্যাম্পাস নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আন্দোলন অব্যাহত রাখবেন তারা।