সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচে রেলপথ অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম নগরীর সাথে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
তবে আন্দোলন শুরুর আগে সকাল থেকে ছয়টি ট্রেন নানা গন্তব্যে ছেড়ে যায়। আন্দোলনে অংশ নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে শিক্ষার্থীরা আসেন দেওয়ানহাটে। পরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন।
এদিকে খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে প্রধান সড়ক ও রেলপথ বন্ধ করে 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করে শিক্ষর্থীরা। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা।