সাক্ষাৎ শেষে যুব মহিলা লীগের আলোচনা সভায় অফিসিয়াল ওয়েবসাইট (www.jmlbd.org) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তখন প্রধানমন্ত্রীর পাশে ছিলেন যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।
উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'বর্তমান সরকারের আমলে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীর সাথে যুক্ত রয়েছে। গ্রাম থেকে বসে পৃথিবীর যেকোনো স্থানে যোগাযোগ করতো পারছে। এটা সম্ভব হয়েছে সজিব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতায় থাকার কারণে।'
যুব মহিলা লীগের ওয়েবসাইট তৈরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'সব জায়গায় সংগঠনের একটা ডাটাবেজ থাকবে। ডিজিটাল বাংলাদেশের যথাযথ ব্যবহারের জন্য যুব মহিলা লীগ যে যাত্রা শুরু করল সেটা সফল হোক আমরা চাই।'