হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ থেকে ভুটানের সঙ্গে বাংলাদেশের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত হবে।’
এর ঘণ্টাখানেক আগে একই স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও প্রায় এক ঘণ্টার বৈঠক হয়। বৈঠক শেষে তিনি জানান বাণিজ্য, বিনিয়োগসহ দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিভিন্ন ক্ষেত্র নিয়েই আলোচনা হয়েছে আন্তরিকভাবে।
এর আগে দিনের শুরুতেই এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেন ভুটানের প্রধানমন্ত্রী। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামীর জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা করেন তারা।





