পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

আগামী ৫ দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে: আবহাওয়া অধিদপ্তর

স্বরূপে ফিরেছে বর্ষা। আজ (শনিবার, ২৯ জুন) সকাল থেকে সারাদেশে বৃষ্টি হয়েছে। আগামী ৫ দিন এর পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অবশেষে মধ্য আষাঢ়ে স্বরূপে দেখা মিললো বর্ষার। এর বাহক মৌসুমি বায়ু হয়ে উঠেছে আরও সক্রিয়। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি ঝরছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।

ক্রমান্বয়ে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। ঢাকাসহ দেশের বেশিরভাগ জেলাতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, 'বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস ক্রমাগতভাবে বাংলাদেশে প্রবেশ করছে। রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশালে অতিভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এ বৃষ্টিপাত ৩ থেকে ৪ জুলাই পর্যন্ত চলতে পারে।'

চলমান বন্যা পরিস্থিতির মধ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলেও। এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

তবে এই মৌসুমের বৃষ্টিপাতে তাপমাত্রা সাময়িক সময়ের জন্য কমলেও দীর্ঘমেয়াদে তাপমাত্রা খুব একটা কমবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।