জাতির পিতার প্রতিকৃতিতে সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

দেশে এখন
0

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ (শুক্রবার, ২১ জুন) ধানমন্ডি ৩২ নং রোডে তিনি এ শ্রদ্ধা নিবদেন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেনাপ্রধান জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এসময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ অন্যান্য কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে দেশের ১৭ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। মেয়াদ শেষ হওয়ায় গত ১১ জুন এক বিজ্ঞপ্তিতে নতুন সেনাপ্রধান হিসেবে ওয়াকার-উজ-জামান'র নাম ঘোষণা করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আগামী ২৩ জুন শপথ নেবেন তিনি। —প্রেস বিজ্ঞপ্তি