দেশে এখন
0

‘থ্রি হুইলারে সড়কে চরমভাবে শৃঙ্খলা নষ্ট হচ্ছে, দ্রুত নীতিমালা’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, থ্রি হুইলারের (তিন চাকার যান) কারণে সড়কে শৃঙ্খলা চরমভাবে নষ্ট হচ্ছে। সেজন্য দ্রুত নীতিমালা করা প্রয়োজন।

আজ (বুধবার, ১৯ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সড়কে দুর্ঘটনা বেশি ঘটছে এটা দুর্ভাগ্যজনক। ইদানিং যে সব দুর্ঘটনা ঘটছে, সেখানে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি। দুর্ঘটনার চিত্র দেখলে বোঝা যায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এরপর আছে ইজিবাইক। তারাও বেপরোয়া গতিতে এটি চালাচ্ছেন। সড়ক থেকে এসব বাহন বাদ দেয়ার উপায় নেই। সেজন্য সচিবকে দ্রুত নীতিমালা করার জন্য বলা হয়েছে।’

সড়ক-মহাসড়কে লাখ লাখ তিন চাকার যান ও মোটর সাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এবারও মোটরসাইকেল ও থ্রি হুইলারের কারণে দুর্ঘটনার সংখ্যা বেশি। থ্রি হুইলারের কারণে শৃঙ্খলা চরমভাবে নষ্ট হচ্ছে। সেজন্য নীতিমালাটা খুব জরুরি। মানুষের জীবন আগে, জীবিকা পরে। জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইজিবাইক হাইওয়েতে চলে, এটিকে অনেকে সমর্থন করেন কিংবা পেছন থেকে মদদ দেন।’

ঈদযাত্রা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘মনোযোগ কম থাকার কারণে ফিরতি যাত্রায় দুর্ঘটনার সংখ্যা বেশি হয়। তবে এবার এখন পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা ১০০ এর কম।’

এ সময় তিনি তিস্তা চুক্তি প্রসঙ্গে জানান, তিস্তা চুক্তি ভারতের রাজ্য সরকারের অনুমতির জন্য আটকে আছে। এ ব্যাপারে আলাদাভাবে রাজ্য সরকারের সাথে আলোচনার সুযোগ নেই।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর