সেনাপ্রধানের সাভার-কুমিল্লা এরিয়া পরিদর্শন ও বিদায়ী দরবার

দেশে এখন
0

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি আজ (বুধবার, ১৯ জুন) সাভার ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন। তখন তিনি ৯, ১৭ ও ৩৩ পদাতিক ডিভিশনে সকল সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেন।

একই সময়ে সিলেট সেনানিবাসে কর্মরত সেনাসদস্যরা ভিডিও টেলি কনফারেন্সিং (ভিটিসি) এর মাধ্যমে সাভার সেনানিবাসের সাথে যুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করে।

এছাড়া তিনি পরিদর্শনকালে সাভার ডিওএইচএস এলাকায় একটি মসজিদ ও কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন করেন।

সেনাপ্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।'

এরপর সেনাবাহিনীর প্রধানকে ৯, ১৭ ও ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ হতে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ, সাভার ও কুমিল্লা সেনানিবাসের সকল পদবির কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি

BREAKING
NEWS
3