ঈদযাত্রার ২য় দিনে সময়ের সাথে বেড়েছে অপেক্ষারত মানুষের সংখ্যা। বসে থাকেত হয়েছে আধা ঘণ্টা থেকে সর্বোচ্চ আড়াই ঘণ্টা পর্যন্ত। তাতে ট্রেন আসলেই প্ল্যাটফর্মে বেশ ভিড় বাড়ে।
তবে আজ (বৃহস্পতিবার, ১৩ জুন) সকাল থেকে সময়মতো ঢাকা ছেড়েছে বেশিরভাগ ট্রেন। পরিবার নিয়ে নীড়ে ফিরছেন অনেকে।
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানান, লম্বা দূরুত্ব ও ক্রসিংয়ের কারণে কয়েকটি ট্রেনের বিলম্ব হয়েছে। তবে যাত্রা নির্বিঘ্ন করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়া হচ্ছে না।
রেলমন্ত্রী বলেন, 'গতকাল আমাদের যাত্রী অনেক বেশি হয়েছিল, তাই অতিরিক্ত বগি লাগাতে হয়েছে। এজন্য একটু সময় লেগেছে। মানুষ সুন্দরভাবে বাড়ি যেতে পারে সেই চেষ্টা আমরা করছি।'
র্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম) স্টেশন পরিদর্শন শেষে বলেন, 'শুধু রেলস্টেশন নয়। বাস ও লঞ্চ টার্মিনালেও র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকে নজরদারি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।'
কমলাপুরের বৃহস্পতিবারের সূচিতে লোকাল, মেইল ও আন্তঃনগরসহ ৬৯ জোড়া ট্রেন।