দেশে এখন
0

সাড়ে ১৮ হাজার ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

আজ (মঙ্গলবার, ১১জুন) সাড়ে ১৮ হাজার ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে এসব ঘর হস্তান্তর করেন সরকারপ্রধান।

এর মাধ্যমে এই ধাপে ৭০টি উপজেলাসহ মোট ৪৬৪টি উপজেলা এবং ৫৮টি জেলা ভূমি ও গৃহহীন মুক্ত হলো।

প্রধানমন্ত্রী জানান, গ্রামের সব মানুষের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করবে সরকার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদেরও ঘর নির্মাণ করে দেয়া হবে। এসময় সম্পদের যত্ন নিতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, 'যারা ঘর পাচ্ছেন তাদের আমি অভিনন্দন জানাই। যে ঘর আমরা করে দিয়েছি সেগুলো আপনাদের সম্পত্তি। তাই ঘরের রক্ষণাবেক্ষণ ও যত্ন নেয়া আপনাদের দায়িত্ব।'