আজ (শনিবার, ৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোল টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হাসিনার জন্য উপযুক্ত স্থান হলো বিচারের মঞ্চ।’ তাই তাকে দ্রুত ফেরত পাঠানোর দাবি জানান তিনি।
বৈঠকে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, আইনজীবী সমিতি, খেলাফতে মজলিসসহ বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, ভারত সবসময় বাংলাদেশকে নিজ স্বার্থে ব্যবহার করেছে। গত ১৭ বছর ধরে এ দেশের তরুণ সমাজের কাছের ভারতকে প্রভুর স্থানে উপনীত করা হয়েছে। এ প্রথা ভাঙার আহ্বান জানান বক্তারা।