'নয় বছরের বড়' প্রক্রিয়ার মূল ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ পেশাজীবীদের নিয়ে স্থাপত্য, চলচ্চিত্র, সঙ্গীত, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন অঙ্গনে যৌথ মালিকানায় প্রতিষ্ঠান গড়ে তোলা। যা ভবিষ্যৎ প্রজন্মের ভাবনায় সৃজনশীলতার ছাপ ফেলবে।
শনিবার (৮ জুন) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে 'নয় বছরের বড়' উদ্যোগটির আদ্যপান্ত তুলে ধরেন তিনি।
নয় বছরের বড় উদ্যোগের স্বদ্রদ্রষ্টা স্থপতি এনামুল করিম নির্ঝর বলেন, 'প্রত্যেকের কিছু না কিছু স্বপ্ন থাকে। এই স্বপ্নকে জাগানোর জন্য একটা পদ্ধতি বেছে নেই সেটা একটা প্রক্রিয়া হতে পারে কোথা থেকে শুরু করে কোথায় যাবো।'
একজন তরুণ পেশাজীবী বলেন, 'নয় বছরের বড় এইটা সব পেশাজীবীদের জন্য। এক্ষেত্রে সবাই এগিয়ে আসতে পারবে।'
আরেকজন বলেন, 'আগের যে সংস্কৃতি ছিল এবং এখানকার যে সংস্কৃতি সব মিলিয়ে আমরা নতুনভাবে এগিয়ে যাচ্ছি।'
এই উদ্যোগের একটি অংশ 'এক নির্ঝরের গান'। যেখানে দেশের বিভিন্ন প্রজন্মের অর্ধশতাধিক শিল্পী গত দুই বছরে গেয়েছেন ৬৩টি মৌলিক গান। ৭টি করে প্রতিমাসে মোট ৯ পর্বে মুক্তি পাবে গানগুলো।
উদ্যোগটিতে সহযোগিতা করছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ বলেন, 'সামাজিক দায়িত্ববোধ ও তরুণদের স্বপ্ন বুনতে সহযোগিতা করতেই এই উদ্যোগের সাথে সিটি গ্রুপ সম্পৃক্ত হয়েছে।'
তিনি আরও বলেন, 'সিটি গ্রুপ সবসময় সাহসী পদক্ষেপ নিয়ে থাকে। সিএসআর নিয়ে সিটি গ্রুপ অনেক আগে থেকেই কাজ করে। আমাদের অন্যতম প্রধান সিএসআর প্রজেক্ট তীর গো ফর গোল্ড। সর্বোচ্চ স্বপ্ন নিয়ে যদি আমরা আগাতে না পারি তাহলে কি আমরা স্বপ্ন পরিবর্তন করবো কিছুদিন পর পর।'
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, 'বর্তমানে দেশে যে প্রজন্ম বেড়ে উঠছে, যাদের সামাজিক দায়বদ্ধতা কম। একসময় দেশের ৮০ শতাংশ মেধাবী তরুণরা বিদেশ চলে যেত। যা এখনও অব্যাহত আছে।'
গানশালার ৬৩টি গানের গানের কথা ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর আর কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, শায়ান চৌধুরী অর্ণব, বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, শফি মন্ডলসহ অনেকে।