উৎসবের এক ডজন স্টলে স্থান পেয়েছে জেলার শিল্প, প্রত্নতত্ত্ব, কৃষি, গ্রাফিতি ও সংস্কৃতিসহ নানাবিধ বিষয়বস্তু। ঐতিহ্যবাহী নকশি পিঠা থেকে শুরু করে মেলায় রাখা হয়েছে নানাবিধ কারুপণ্য।
এই উৎসব ও মেলা জেলার প্রত্নস্থান ও পণ্যগুলোকে ঘিরে উদ্যোক্তা তৈরির পথ সহজ হলে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
মেলা চলবে আগামী বুধবার (১৫ জানুয়ারি) বিকেল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল শ্রেণিপেশার মানুষের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।
মেলা ও উৎসবে সরকারি কলেজের ১৯টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।