দেশে এখন
0

নরসিংদীতে তিনদিনব্যাপী তারুণ্য উৎসব শুরু

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগান নিয়ে নরসিংদীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী তারুণ্যের উৎসব। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নরসিংদী সরকারি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া।

উৎসবের এক ডজন স্টলে স্থান পেয়েছে জেলার শিল্প, প্রত্নতত্ত্ব, কৃষি, গ্রাফিতি ও সংস্কৃতিসহ নানাবিধ বিষয়বস্তু। ঐতিহ্যবাহী নকশি পিঠা থেকে শুরু করে মেলায় রাখা হয়েছে নানাবিধ কারুপণ্য।

এই উৎসব ও মেলা জেলার প্রত্নস্থান ও পণ্যগুলোকে ঘিরে উদ্যোক্তা তৈরির পথ সহজ হলে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেলা চলবে আগামী বুধবার (১৫ জানুয়ারি) বিকেল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল শ্রেণিপেশার মানুষের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।

মেলা ও উৎসবে সরকারি কলেজের ১৯টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

এসএস