দেশে এখন
0

রাজধানীতে দেড় কোটি টাকার নকল নোট উদ্ধার

কোরবানির ঈদ এলেই সক্রিয় হয়ে ওঠে জাল টাকা তৈরির চক্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীতে এমনই একটি চক্র পুলিশের হাতে ধরা পড়েছে। এ সময় দেড় কোটি টাকার নকল নোট ও বিপুল পরিমাণে জাল ভারতীর রূপি উদ্ধার করা হয়।

ল্যাপটপে এক ক্লিকের মাধ্যমেই তৈরি হয় ৫০০, ১ হাজার টাকার নোট। আর দীর্ঘ পঁচিশ বছর ধরে এই জাল টাকা তৈরি ও বিতরণ করছেন জাকির নামের একজন। এর আগে অনেববার গ্রেফতার করা হলেও আইনের মারপ্যাঁচে ছাড়া পেয়ে আবারও একই কর্মকাণ্ডে লিপ্ত আছে সে। এবার তো রীতিমতো ছোটখাটো কারখানা গড়ে তুলেছেন।

আজ (শনিবার, ৮ জুন) রাজধানীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরসহ এই চক্রের চারজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। এ সময় উদ্ধার করা হয় দেড় কোটি টাকার নকল নোটসহ বিপুল পরিমাণ জাল ভারতীয় রূপি।

অভিযান পরিচালনা করা ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ জানায়, নকল নোট ছাপাতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করতো চক্রটি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেয়া হতো এসব জাল টাকা।

লালবাগ বিভাগের ডিসি (ডিবি) মশিউর রহমান বলেন, 'নিরাপত্তা সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে শুরু করে সব এখানে আছে। তৈরি করে রাখা প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের জাল টাকা পেয়েছি। এর মধ্যে ২০০, ৫০০ ও ১ হাজার টাকার নোট আছে।'

এদিকে শনিবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, 'অভিনব কৌশলে কাজ করে এসব চক্র। এরা জাল টাকাটা এমনভাবে বানায় যে এটা একদম আসল টাকা। এটা বোঝার কোনো উপায় নেই। এর আগেও অনেকবার পুরান ঢাকা থেকে আমরা জাল নোট ধরেছি।'

এ সময় আসন্ন ঈদুল আজহাকে ঘিরে বসা পশুর হাটে জাল টাকা শনাক্তের যন্ত্র রাখার পরামর্শও দেন তিনি।

এসএস