র‍্যাব-ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে ডাকাতি: গ্রেপ্তারে সাহায্য করে পুরস্কার পেলেন পাঁচজন

অপরাধ ও আদালত
0

রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দু'জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বুধবার, ২৬ মার্চ) ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে পুলিশকে সাহায্য করে সহকারী পুলিশ সদস্য হিসেবে নিয়োগসহ পাঁচজন পেয়েছেন অর্থ পুরস্কার।

বুধবার ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে র‌্যাবের পোশাক গায়ে ধানমন্ডির একটি বাসায় হানা দেয় ডাকাত দলের সদস্যরা। দারোয়ান দরজা খুলতে না চাইলে দেয়াল টপকে প্রথমেই তাকে জিম্মি করে ডাকাত দলের সদস্যরা। পরে তার কাছ থেকে চাবি নিয়ে ভবনটির তৃতীয় তলার একটি অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে অফিসের ড্রয়ার ভেঙে হাতিয়ে নেয় ২২ লাখ টাকা।

ডাকাত চক্রের আরেকটি দল চতুর্থ তলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ১৩ লাখ টাকা লুটে নেয়। এভাবে ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় তালা ভেঙে ঢুকে হাতিয়ে নেয় স্বর্ণ ও নগদ আরও অর্থ।

এ ঘটনা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপার। ধানমন্ডি থানায় ২৬ মার্চ মামলা হয়। জড়িতদের ধরতে মাঠে নামে পুলিশ।

ঘটনার গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে চারজনকে ঘটনার পরই আটক করে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য নিয়ে আরও দুই জনকে গ্রেপ্তার করে পুলিশের তদন্ত দল।

ডিএমপির ডিসি তালেবুর রহমান বলেন, ' ধানমন্ডির ৮ নম্বর সড়কের তিন নম্বর বাসায় একটা দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। এবং সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহায়তায় ছয়জন ডাকাতকে আটক করেছে।'

রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশবাহিনী। আতঙ্কিত না হবার আহ্বান তাদের।

ডিএমপির ডিসি তালেবুর রহমান বলেন, 'কোনো অপরাধীকে ছাড় দেয়ার কোনো অবকাশ নেই। তারা সর্বোচ্চ শাস্তি যেন পায় সে চেষ্টা আমরা করছি।'

ডাকাতির ঘটনায় গ্রেপ্তারে সহযোগিতাকারীদের সাহায্যকারী পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

এসএস