১৩ মাস বয়সী শিশু আবু হুরায়রা, গত ৬ দিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তার সঙ্গে হাসপাতালে পরিবারের আরও তিন সদস্য অবস্থান করছেন। সন্তানের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই পরিবারের।
আবু হুরায়রার মা বলেন, ‘বাচ্চা তো কিছু খাচ্ছে না। ডাক্তারের পরামর্শে তরলজাতীয় খাবার খাওয়াতে হচ্ছে।’
মুগদা হাসপাতালের তথ্য বলছে, বর্তমানে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে শিশু ৭ জন, পূর্ণ বয়স্ক রোগী ৬ জন। হাসপাতালটিতে মে মাসে একজন রোগীর মৃত্যু হয়েছে। আর চলতি মাসে ১৭৭ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।
রোগীর স্বজনরা বলেন, ‘বাচ্চারা বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। ডাক্তার যেভাবে বলছেন, সেভাবেই যত্ন নেয়ার চেষ্টা করছি।’
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, ‘শিশুদের আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ডেঙ্গু চিকিৎসার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। ডেডিকেটেড ওয়ার্ড তো আছেই সঙ্গে আরও তিনটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।’
এদিকে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তের অধিকাংশই শূন্য থেকে ৩০ বছর বয়সী।
প্রকৃতিতে এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা ডেঙ্গুর আতঙ্ক বাড়াচ্ছে। আর তাই মৌসুম শুরুর আগেই এডিসের উৎপত্তিস্থল ধ্বংসে সিটি করপোরেশনের উদ্যোগ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন নগরবাসী।