এখন ভোট
দেশে এখন
0

'দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন প্রথম ধাপের চেয়েও সুষ্ঠু হবে'

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের চেয়েও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ (রোববার, ১৯ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনে তিনি এ কথা বলেন।

তফসিল অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। এর পর মনোনয়ন যাচাই-বাছাই হয় ২৩ এপ্রিল।

ইসি মো. আলমগীর বলেন, 'ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের উচিত ঠিক মতো ভোটাধিকার প্রয়োগ করা। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ প্রথম ধাপের চেয়েও সুষ্ঠু হবে।'

তিনি বলেন, 'একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে না আসায় ভোটার উপস্থিতি কম। ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হয়েছে।'

বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণের বিষয়টি তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, 'এটা তাদের গণতান্ত্রিক অধিকার। বিএনপির রাজনৈতিক দাবি মেটানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নেই, এটি সংসদের বিষয়।'


এসএস