ব্রিটেনে অ্যাসাইলাম আবেদন খারিজ হওয়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি ফাস্ট-ট্র্যাক রিটার্নস চুক্তি স্বাক্ষর করে দেশটি। এর আওতায় শুধু ব্যর্থ আশ্রয়প্রার্থীই নয়, বিদেশি অপরাধী এবং ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো সহজ হবে। চলতি সপ্তাহে লন্ডনে স্বরাষ্ট্রবিষয়ক প্রথম যৌথ ইউকে-বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ এ চুক্তিতে সম্মত হয়।
উভয় দেশ অংশীদারিত্ব জোরদার করতে এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
ব্রিটেনের অভিবাসনবিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেন, 'অবৈধভাবে ব্রিটেনে আসা এবং এখানে বসবাস বন্ধে কাজ করছে ব্রিটিশ সরকার। তবে বাংলাদেশের অভিবাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্ক জোরদার করা হবে।'
গত বছর প্রায় ১১ হাজার বাংলাদেশি স্থায়ীভাবে দেশটিতে বসবাসের উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন জমা দেন। তারা স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট ও ভিজিট ভিসায় ব্রিটেনে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করেন। এদের মধ্যে পাঁচ শতাংশের আবেদন প্রাথমিক পর্যায়ে সফল হয়। বাকিদের প্রক্রিয়া শেষে দ্রুত ফেরত পাঠানো হবে দেশে। এদিকে ফেরত পাঠানোর নতুন চুক্তির ইস্যুতে বাঙালি কমিউনিটিতে তৈরি হয়েছে উৎকন্ঠা।
ব্রিটেনে সবচেয়ে বেশি আশ্রয়প্রার্থী আফগানিস্তান ও ইরানের। এরপরই পাকিস্তান, ভারত ও বাংলাদেশের অবস্থান। মাইগ্রেশন অবজারভেটরির তথ্যমতে, সম্প্রতি ব্রিটেনেও বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।