আজ (বুধবার, ১৫ মে) রাজধানীতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিপিডি) এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রজনন স্বাস্থ্য, অধিকার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষ্যে ৩০ বছর ধরে কাজ করছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-আইসিপিডি। এর তিন দশক পূর্তিতে, ঢাকায় দুই দিনের বৈশ্বিক সংলাপ শুরু হলো আজ।
বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, ইউএনএফপিএ। জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক এ সংলাপে অংশ নিয়েছে ৪৮টি দেশের দুই শতাধিক প্রতিনিধি।
বৈশ্বিক এ সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। যার ফলে ১৫ বছরে কমেছে বাল্যবিবাহ ও শিশু মৃত্যুর হার।'
নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে, তাদের সহায়তায় আরও বেশি বৈশ্বিক অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ফিলিস্তিনে সংঘাত বন্ধে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। তবেই সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।'