আজ (সোমবার, ১৩ মে) সাড়ে ১০টায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে টিসিবি'র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন।
উপজেলার ১০ হাজার ৫৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকায় চাল ৫ কেজি, মসুর ডাল ২ কেজি ও তেল ২ লিটার দেওয়া হবে।
সুবিধাভোগীরা জানান, এসব পণ্যের সাথে আলু, পেঁয়াজ ও চিনি যুক্ত করলে আমাদের ভালো হতো। যেহেতু বাজারে এসব পণ্যের দাম বেশি। তাই সরকারের কাছে দাবি আরও কিছু পণ্য টিসিবিতে যুক্ত করুক।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, 'উপজেলার তিনটি ইউনিয়ন ও একটা পৌরসভায় তিনজন ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ডিলার পয়েন্টে একজন করে ট্যাগ অফিসার দেওয়া আছে যাতে কেউ অবৈধ কোনো সুযোগ নিতে না পারে।'