জানা গেছে, রোববার (১২ মে) সন্ধ্যা ৬টার পর থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরে ঢাকাগামী প্রায় দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন।
রোববার দিবাগত রাত ২টা পর্যন্ত সবশেষ খবরে জানা গেছে, তখনও রানওয়ের বাতি ঠিক করা সম্ভব হয়নি।
এখন পর্যন্ত সৈয়দপুর থেকে ঢাকা রুটে ৩টি ও ঢাকা থেকে সৈয়দপুর রুটে ৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে তাৎক্ষনিকভাবে শর্টসার্কিটের কারণ জানা যায়নি। শর্টসার্কিটের স্থান নির্ণয়ের কাজ চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রানওয়েতে বিমানবন্দর উন্নয়নের কাজ চলছিল। এই অবস্থায় কোন এক জায়গায় বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ে। এর পর থেকে রানওয়ের বাতি জ্বলছে না। প্রকৌশল বিভাগ বিষয়টি জানার পর ত্রুটি খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে।