শিক্ষা
দেশে এখন
0

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়বে না বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রার্থীরা আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আর চাকরিতে প্রবেশের সময়সীমা না বাড়াতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’

আজ (রোববার, ১২ মে) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘প্রাইভেট ও কোচিংয়ের চাপে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। প্রাথমিকের সকল শিক্ষার্থী যেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে। আর অনিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী চলে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখবে সরকার।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ফলাফল নির্ভরতা থেকে শিক্ষার্থীদের বের করে আনতে হবে। আর শিক্ষার্থীকে দোষ চাপানোর সংস্কৃতি থেকেও বের হতে হবে। দেশে কর্মমুখী শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় শিক্ষার্থীদের অংশ নিতে হবে।’

এছাড়া ঈদ-উল-আজহার পর শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল থাকতে পারে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সরকারি চাক‌রিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছেন চাকরিপ্রার্থীরা। গতকাল শনিবারও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাাবি) ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। বর্তমানে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর পর্যন্ত রয়েছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর