দেশে এখন
0

প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনো আর নেই

মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো মারা গেছেন। গতকাল (শুক্রবার, ১১ মে) দিনগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

হায়দার আকবর খান রনোর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার।

এর আগে গত ৬ মে অসুস্থতা নিয়ে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।

হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১০ সালে তিনি মত পার্থক্যের কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি দলটির উপদেষ্টা হন।

১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

এই সম্পর্কিত অন্যান্য খবর