দেশে এখন

দেশের মানবাধিকার পরিস্থিতি অনেক দেশের তুলনায় ভালো: পররাষ্ট্রমন্ত্রী

দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এমনকি যারা বিভিন্ন সময় বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে তাদের দেশের বর্তমান পরিস্থিতি সবাই দেখতে পাচ্ছে বলেও জানান তিনি।

আজ (শুক্রবার, ১০ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈশাখী উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর দমন নিপীড়নের সমালোচনা করেন মন্ত্রী।

তিনি বলেন, 'বিশ্বের অনেক দেশের থেকেই বাংলাদেশের মানবাধিকার অবস্থা ভালো। যারা বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে কথা বলে; বিশেষ করে যুক্তরাষ্ট্র যেভাবে ছাত্রছাত্রীদের ওপর হামলা করেছে বাংলাদেশে এমন নজির নেই।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্র শিগগিরই নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে নিয়োগ দেবে, এরই মধ্যে তারা নামও বলে দিয়েছে। তবে এটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের সর্ম্পক যাতে আরও সুপ্রসারিত হয় সে লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ। নতুন যিনি আসবেন তাকে আমরা স্বাগত জানাই।'

বিএনপি ভোট বর্জনের ডাক দেয়ার পরও উপজেলা নির্বাচনে যে পরিমাণ ভোট পড়ছে তা সন্তোষজনক বলেও জানান ড. হাছান মাহমুদ।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর