শিক্ষা
দেশে এখন
0

শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, শিক্ষার্থীদের যারা পঞ্চম শ্রেণি পর্যন্ত পার করেছে, তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং ঝরে না পড়ে সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আজ (শনিবার, ৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়।

এছাড়া শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও মন্ত্রণালয় কাজ করছে বলেও জানানো হয়।

গত চার বছরে দেশের মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী কমেছে ১০ লাখের বেশি। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সবশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৩’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১০ লাখ ৩৭ হাজার।

প্রতিবেদনে দেখা যায়, কোভিড মহামারি শুরুর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে দেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ছিল ৯২ লাখের বেশি, যা ২০২৩ সালে এসে কমে দাঁড়িয়েছে ৮১ লাখ ৬৬ হাজারে। ঠিক কী কারণে মাধ্যমিকের শিক্ষার্থী কমেছে, তার কারণ ব্যাখ্যা করেনি ব্যানবেইস।