দেশে এখন
0

তীব্র তাপপ্রবাহে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

তীব্র তাপপ্রবাহে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় এ আহ্বান জানান তিনি।

টানা ৬ দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কমিটির সাথে বৈঠকে বসেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে দলের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সব নেতারা।

তিনি বলেন, 'পদ্মা সেতু নিয়ে নানা ষড়যন্ত্র ছিলো। এখন সেই সেতু থেকে সব খরচ বাদ দিয়ে ১৫০০ কোটি টাকা আয় হয়েছে। বাঙ্গালী যে পারে তা দেখিয়ে দিয়েছে। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা করেছে আওয়ামী লীগ।'

এছাড়া বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে কথা বলার আগে যুক্তরাষ্ট্রকে তার নিজেদের অবস্থা আয়নায় দেখা উচিত বলে জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, 'যারা ইসরাইলের নগ্ন হামলা দেখেও মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলে না, তারা কিভাবে বাংলাদেশ নিয়ে কথা বলে। আর তারা আমাদের নিয়ে রিপোর্ট করে অথচ তাদের সেখানেই আন্দোলনের অধিকার নেই। আন্তর্জাতিক সকল ফোরামেই ফিলিস্তিনে নিপীড়ন বন্ধ করতে আহ্বান জানিয়ে যাচ্ছি।'

শেখ হাসিনা জানান ষড়যন্ত্র এখনও হচ্ছে। অগণতান্ত্রিকভাবে জন্ম নেয়া দলের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

তিনি আরও বলেন, 'যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে তাদের উৎপত্তি অগণতান্ত্রিকভাবে। তাদের জন্মই হয়েছে ভোট চুরির মাধ্যমে তারা কিভাবে অভিযোগ করে। তারা শুধু আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। কিন্তু আমাদের অপরাধ কোথায়! আমরা কোভিডে বিনা পয়সায় ভ্যাকসিন ও টেস্ট দিয়েছি, যা পৃথিবীর অনেক ধনী দেশও দেয়নি।'

বাংলাদেশ সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে, কোনদিক দিয়েই পিছিয়ে নেই বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।