দেশে এখন
0

শ্রম অধিকার লঙ্ঘনে বাড়ছে শাস্তি, জরিমানা হবে ২৫ হাজার টাকা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রমিক অধিকার লঙ্ঘনে মালিকদের শাস্তি বাড়ছে। সুনির্দিষ্ট আইন লঙ্ঘনে মালিকদের আর্থিক জরিমানা ২০ হাজার বাড়িয়ে ২৫ হাজার করা হবে।

আজ (মঙ্গলবার, ৩০ এপ্রিল) সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তুওমো পোতিয়েনেনের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘কলকারখানায় শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে মোট শ্রমিকের ১৫ শতাংশ শ্রমিকের সম্মতি থাকার বিষয়ে আইএলও সন্তোষ প্রকাশ করেছে। আইএলও ‍থ্রেশহোল্ড কমিয়ে আনার পরামর্শ দিয়েছে। বাংলাদেশ পর্যায়ক্রমে ১০ শতাংশে যাবে।’

তিনি বলেন, ‘তারা নানান পরামর্শ দিয়ে থাকেন। তাদের বোঝানো হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার ও বিশ্ব মহলের পরামর্শগুলো সাংঘর্ষিক নয়। এর পরও যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রমখাতের নানান বিষয় বাস্তবায়ন করা হবে।’

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর