ধর্ম
দেশে এখন
0

আগামী বছর থেকে হজে যাওয়ার খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী

আগামী বছর থেকে হজে যাওয়ার খরচ আরও কমানো হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত "দেশ ও জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বের বিকল্প নেই " শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘যারা হজ করতে যাবেন তাদের জন্য উন্নত আবাসিক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আবাসন স্থলের কাছ থেকে ১০ মিনিট পর পর বাস চলাচলের ব্যবস্থা করা হবে।’

হজ যাত্রীদের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে ফরিদুল হক খান বলেন, ‘এবার যারা হজে যাচ্ছেন তাদের আর কোনো অসুবিধা হবে না। পরবর্তীতেও যারা হজে যাবেন তাদের জন্যও আর কোনো ত্রুটি থাকবে না।

হজ যাত্রীদের ভিসা সংক্রান্ত কোন জটিলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় কঠোর হুশিয়ারি দেন ধর্মমন্ত্রী।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর