এখন ভোট
দেশে এখন
0

উপজেলা নির্বাচনে আইনের ব্যত্যয় ঘটালে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, জাতীয় নির্বাচনের মতোই অবাধ, সুষ্ঠু  ও শান্তিপুর্ণ পরিবেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যে বা যারাই এ নির্বাচনে আইনের ব্যত্যয় ঘটাবার চেষ্টা করবে, কেউ ছাড় পাবে না।

আজ (রোববার, ২৮ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'প্রার্থী দেখে নয়, অপরাধের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রার্থী বা তার কর্মী সমর্থকরা যদি কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করে, সে যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে।'

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের প্রশাসন যদি নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে তাদের কাজটুকু করে, তবে কোথাও কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই।’

এর আগে সকাল ১০টায় প্রথমে তিনি গাইবান্ধার পাঁচ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনার জানান।

সভায় রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মিজানুর রহমান, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএ