দেশে এখন
0

আপিল বিভাগের দুই বেঞ্চে বিচারকাজ শুরু হবে আগামী সপ্তাহে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। আজ (রোববার, ২৮ এপ্রিল) আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এসব তথ্য জানান।

জানা গেছে, কয়েক মাস ধরে বিচারক সংকটের কারণে আপিল বিভাগে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল।

সবশেষ গত বুধবার ২৪ এপ্রিল রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১)- এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন।

এর পরদিন বৃহস্পতিবার আপিল বিভাগে নতুন ওই তিন বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। সে হিসেবে বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ৮ জন।

আইনজীবীরা বলছেন, আপিল বিভাগে দুই বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হলে মামলা নিষ্পত্তির হার আরও বাড়বে। সেই সঙ্গে উপকৃত হবে বিচার প্রার্থীরা। খবর বাসস।