দেশে এখন
0

রাজধানীর মিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ কম

ডেঙ্গু নিয়ন্ত্রণে বর্ষার আগেই রাজধানীর বেশকিছু খাল পরিষ্কার করার উদ্যোগ নেয়া হলেও মিরপুর এলাকায় কোনো উদ্যোগ নিচ্ছে না স্থানীয় জনপ্রতিনিধিরা। এতে আতঙ্ক বাড়ছে সেখানকার বাসিন্দাদের।

রাজধানীর কালশী এলাকার খালটি ছোট হতে হতে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বছরের পর বছর কোনো ধরনের পরিষ্কারের উদ্যোগ না থাকায় বেড়েছে কচুরিপানা ও নানা ঝোপঝাড়। তাই বিকেল থেকেই বাড়তে থাকে মশার উপদ্রব।

মিরপুরের রূপনগর ও আরামবাগ ঘুরে এরকম আরও কয়েকটি খাল পাওয়া গেছে, যেগুলোতে ময়লা আবর্জনার কারণে প্রতিনিয়ত বাড়ছে মশার প্রজনন। এতে আতঙ্ক বাড়ছে এখানকার বাসিন্দাদের।

স্থানীয়রা বলেন, আবর্জনার জন্যই মশা অতিরিক্ত মাত্রায় হয়েছে। সন্ধ্যার পর মশার অত্যাচারে থাকা যায় না। বর্ষকালে তো এই খালের বেহাল অবস্থা। তখন মশার পরিমাণ আরও বেড়ে যায়।

বাসিন্দারা অভিযোগ কোনোভাবেই মশার কামড় থেকে রেহাই পাচ্ছেন না তারা। তবুও খাল পরিষ্কার করতে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না স্থানীয় জনপ্রতিনিধিরা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে এবছর বর্ষা শুরুর কয়েক মাস আগে থেকেই রাজধানীর বেশকিছু খাল পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। মিরপুরের রূপনগর ও আরামবাগের বাসিন্দাদেরও দাবি, দ্রুতই এমন উদ্যোগ নেয়া হোক তাদের এলাকায়।