আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে বলে জানা গেছে।
সদরঘাট নদীর ফায়ার স্টেশনের ২টি এবং পোস্তগোলা ফায়ার স্টেশনে দুইটিসহ মোট ৫টি ইউনিটের দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন লাগার ১০ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছায়। তারপরেই তারা দ্রুত কাজ শুরু করে।
জানা যায়, লঞ্চটি ঘাটে ঘাট দেওয়া ছিল। এতে কোন যাত্রী ছিল না। আনুমানিক দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে সদরঘাট এবং পোস্তগোলা ব্রিজের মাঝামাঝি স্থানে শ্যামপুরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।