দেশে এখন
0

২৭ এপ্রিল থেকে ভবনে এডিসের লার্ভা পেলে ব্যবস্থা: মেয়র আতিক

ডেঙ্গু প্রতিরোধে ২৭ এপ্রিল থেকে কোথাও এডিসের লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সোমবার (২২ এপ্রিল) সকালে মিরপুর রূপনগর আবাসিক এলাকা থেকে ডেঙ্গু প্রতিরোধে একযোগে ডিএনসিসি'র ৫৪টি ওয়ার্ডে মাসজুড়ে সচেতনতামূলক প্রচার অভিযানের উদ্বোধন করে একথা বলেন তিনি।

বস্তায় ভরে রাখা হয় প্লাস্টিকের বোতল, ওয়ান টাইম কাপ, ডাবের খোসা, চিপসের প্যাকেটসহ নানা আবর্জনা, যা এডিস মশার প্রজননের উপযুক্ত ক্ষেত্র।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা জন্ম নেয় এমন পরিত্যক্ত জিনিসপত্র জমা দিলে নগদ টাকা দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এমন উদ্যোগ একদিকে যেমন মশার উপদ্রব কমাবে তেমনি রাজধানী পরিচ্ছন্ন হবে বলেও মনে করছেন উত্তর সিটির বাসিন্দারা।

তারা বলেন, টাকা মূল বিষয় না। আমরা যদি ময়লাগুলোকে পরিষ্কার করতে পারি তাহলে নিজেরাই সুরক্ষিত থাকবো। সবার আগে নিজেকে সচেতন হতে হবে। এভাবে নিয়মিত ময়লা পরিষ্কার করতে পারলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কম হবে।

বিশেষজ্ঞরা ডেঙ্গু শনাক্তের জন্য প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি প্রতিরোধ কমিটি গঠন এবং তদারকি বাড়ানোর পরামর্শ দেন।

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের সচেতনতামূলক র‍্যালি। ছবি: এখন টিভি

কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, 'বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যদি নিজের বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে পারে যে আমি নিজের বাড়িতে এডিস মশার প্রজনন হতে দিবো না। তাহলেই এতে সফলতা পাওয়া যাবে। অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সত্যিই চ্যালেঞ্জ।'

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ বলেন, 'জন সম্পৃক্ততায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। যদি রূপনগরে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করে রাখতে পারি তাহলে এটাকে মডেল হিসেবে আমরা সারা বাংলাদেশে নিতে পারবো।'

উত্তরের মেয়র বলেছেন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে ডিএনসিসির সকল ওয়ার্ড কাউন্সিলরদের ৫০ হাজার টাকা করে মোট ৩৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হবে। এছাড়া ডেঙ্গু জন্ম নিতে পারে এমন পরিত্যক্ত জিনিসপত্র কিনে নেবে সিটি করপোরেশন।

মেয়র আতিক বলেন, 'পরিত্যক্ত জিনিসপত্র আপনারা কাউন্সিলরের কাছে জমা দিয়ে নগদ টাকা নিয়ে যাবেন। বাকিতে কিছু করার দরকার নাই।'

তিনি আরও বলেন, '২৭ তারিখ থেকে আমরা যে বাসায় কিংবা অফিসে লার্ভা পাবো, তাদেরকে জেল এবং জরিমানা করবো। যদি কোন সরকারি অফিসে লার্ভা পাওয়া যায় তাহলে দায়িত্বরত কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও জরিমানা হবে।'

অনুষ্ঠান শেষে সিটি করপোরেশনের সচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণ করেন মেয়র।

এভিএস