দেশে এখন
0

ডিবি কার্যালয়ে কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান, সংশ্লিষ্টতা পেলে গ্রেপ্তার

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, তথ্য-উপাত্ত পেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

আজ (সোমবার, ২২ এপ্রিল) এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘গতকাল চেয়ারম্যান আলী আকবর খানকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার তাকে ডিবি অফিসে ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হবে। এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে। এছাড়া এ ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে গত শনিবার কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভীনকে গ্রেপ্তার করা হয়। তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল রোববার এ আদেশ দেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর