দেশে এখন
0

শিক্ষা উপবৃত্তির নামে প্রতারণা, চক্রের ৮ জন আটক

সারাদেশে শিক্ষা উপবৃত্তির টাকা দেয়ার কথা বলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে একটি চক্র বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে কয়েকদিনের অভিযানে এই চক্রের ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ সোমবার (২২ এপ্রিল) র‌্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র‌্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস এসব তথ্য জানান। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঢাকা, জামালপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফরিদপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৩টি মোবাইল, ৩১০টি সিম কার্ড ও নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ২০০৭ সাল থেকে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে চক্রটি। এর মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটির সঙ্গে একটি মোবাইল অপারেটর কোম্পানির সিম কার্ড বিক্রেতারাও জড়িত রয়েছে।

র‍্যাব বলছে, সারাদেশে এ চক্রের ২ হাজারের বেশি সক্রিয় এজেন্ট বা সদস্য রয়েছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর