দেশে এখন
0

শিশু হাসপাতালে এসির কম্প্রেসার বিস্ফোরণ, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা শিশু হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ১৯ এপ্রিল) দুপুর দেড়টার পর এসির কম্প্রেসার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এর মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি, সিদ্দিক বাজার ও তেজগাঁও থেকে আরও দুটি ইউনিট কাজ করে।

শিশু হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। আগুনের কারণে এই তলার পুরোটায় ধোয়ায় নিমজ্জিত হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগে। আর এটি নিয়ন্ত্রণে এসেছে ২টা ৪০ মিনিটের দিকে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

হাসপাতালের আইসিইউ ও ওয়ার্ড থেকে দ্রুত সব রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে কার্ডিয়াক আইসিইউতে ৭ শিশু রোগী ছিল, তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, '৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তিন দিনের মধ্যে বিস্তারিত জানাবে।'

স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা বলেন, 'হঠাৎ করে ধোঁয়া দেখেই রোগীদের বের করা হয়েছে। জাতীয় হৃদরোগে ট্রান্সফার করা হয়েছে। এখন ভালো আছে।'


ইএ