দেশে এখন
জিম্মি জাহাজের নাবিকদের মুক্তি স্বস্তির সংবাদ: পররাষ্ট্রমন্ত্রী
সোমালিয়া থেকে জাহাজ এমভি আবদুল্লাহ ১০০ নটিকেল মাইল দূরে চলে আসছে। এটা স্বস্তির বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ ( রোববার, ১৪ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা এন্টিগুয়া ও বারবুডার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। সেদেশের পররাষ্ট্রমন্ত্রী চিট গ্রীন এর সাথে বৈঠক শেষে তিনি বলেন, 'আবদুল্লাহ জাহাজে যদি আর্ম গার্ড থাকতো তাহলে এমন হতো না। তাদের মুক্তি স্বস্তির সংবাদ।'

পরে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, 'এন্টিগুয়া ও বারবুডার আমাদের দেশ থেকে ওষুধ, গার্মেন্টস, সিরামিক নিতে আগ্রহী।'

অন্যদিকে সমসাময়িক ইরান বিষয়ে তিনি বলেন, 'আমরা চাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক, যুদ্ধ বন্ধ হোক।'

ইসরাইল মানবতার বিরুদ্ধে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

ইএ