মালিকপক্ষের দাবি অনুযায়ী, মুক্তিপণ দিয়েই উদ্ধার করা হয়েছে জাহাজটি। গতকাল (শনিবার, ১৩ এপ্রিল) বিকেলে বিমানযোগে মুক্তিপণের অর্থ সাগরে ফেলা হলে তুলে নেয় জলদস্যুরা।
মুক্তিপণ বুঝে নেওয়ার কিছুক্ষণ পরই জাহাজটিকে ছেড়ে দেয় জলদস্যুরা। মুক্ত হয়ে শনিবার মধ্যরাতে ২৩ নাবিক নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ।
জাহাজ উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ (রবিবার, ১৪ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করবে জাহাজের মালিকপক্ষ।
এর আগে গত ১২ মার্চ দুপুরে কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এমভি আবদুল্লাহ।