শনিবার (২৭ এপ্রিল) নতুন কার্গো বোঝাই করার জন্য জাহাজটি দেশটির আবুধাবি মিনা বন্দরের উদ্দেশ্যে রওনা করে। সেখানে পৌঁছতে সময় লাগবে প্রায় ৬ ঘন্টা।
আবুধাবি থেকে কার্গো বোঝাই করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে জাহাজটি। আগামী ১০ মে জাহাজ চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে।
কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, 'স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় জাহাজ শারজাহ হামরিয়া বন্দর ত্যাগ করে। এটির পরবর্তী গন্তব্য আবুধাবির মিনা বন্দর। সেখানে নতুন কার্গো বোঝাই করে জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। মে মাসের ২য় সপ্তাহে এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ চট্টগ্রাম পৌঁছাতে পারে।'
এর আগে ২৩ জন নাবিকসহ জাহাজটি ২১ এপ্রিল বিকেলে শারজা বন্দরের বহির্নোঙরে নোঙর করে। ২২ এপ্রিল রাতে জেটিতে নোঙর ফেলে। এরপর শুরু হয় কয়লা খালাসের প্রক্রিয়া।
এর আগে ১২ মার্চ ২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাই হয়। এবং এক মাস পর ১৪ এপ্রিল জাহাজটি জলদস্যুদের হাত থেকে মুক্তি পায়।