আজ (মঙ্গলবার, ৩০ এপ্রিল) সকালে বাংলাদেশে আসার জন্য যাত্রা শুরু করে জাহাজটি। সংশ্লিষ্ট সূত্র এ খবর নিশ্চিত করেছে।
এর আগে ২১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল হামরিয়া বন্দরে পৌঁছে জাহাজটি। ২২ এপ্রিল রাতে জেটিতে নোঙর ফেলে কয়লা খালাস করা শুরু করে এম ভি আব্দল্লাহ। পাঁচদিন ধরে কয়লা খালাসের পর গত ২৮ এপ্রিল আল হামরিয়া বন্দরে জাহাজে থাকা ৫৫ হাজার টন কয়লা খালাস কয়লা খালাস শেষ করে জাহাজটি।
এম ভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছার পর কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানিয়েছিলেন, মে মাসের ২য় সপ্তাহে এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ চট্টগ্রাম পৌঁছাতে পারে বলে ।
এর আগে ১২ মার্চ ২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাই হয়। এবং এক মাস পর ১৪ এপ্রিল জাহাজটি জলদস্যুদের হাত থেকে মুক্তি পায়।