আজ (শনিবার, ১৩ এপ্রিল) পহেলা বৈশাখ ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তারা এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, 'প্রত্যেকটি অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইম মনিটরিং করা হবে। এছাড়া অনুষ্ঠানস্থল ওয়াচ টাওয়ারের আওতাধীন থাকবে। বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।'
তিনি আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ (শনিবার, ১৩ এপ্রিল) সন্ধ্যা থেকে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত রাখা হবে। আগামীকাল সন্ধ্যার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করতে হবে। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো হামলার শঙ্কা নেই।'
র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেন, 'যেখানে জনসমাবেশ হবে এমনকি সব যায়গায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে। বিভিন্ন স্থানে চেক পোস্ট থাকবে। যে কোন হামলা মোকাবিলায় কমান্ডো টিম প্রস্তুত রাখা হয়েছে। সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। জঙ্গী হামলার কোন তথ্য পাওয়া যায়নি। গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করবে।'
মহাপরিচালক আরও বলেন, 'সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সক্রিয় থাকবে। কোনো নাশকতার তথ্য পাওয়া যায়নি। তবুও আত্মতৃপ্তিতে ভুগছে না র্যাব। নারীরা হেনস্থা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।'