জাতীয় চিড়িয়াখানার মূল ফটক থেকে একদম ভেতর কোথাও পা ফেলার জায়গা নেই। ঈদ আনন্দে এ যেন বাড়তি উচ্ছ্বাস।
সিরাজুল ইসলাম পেশায় ব্যবসায়ী। ঈদের ছুটিতে এসেছে পরিবারের সবাইকে নিয়ে এসেছেন চিড়িয়াখানায়। জানালেন নিজেদের অনুভূতি।
তিনি বলেন, 'বাচ্চারা বায়না ধরেছে চিড়িয়াখানা দেখবে। তাই পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসলাম।'
বাবা মা'র সঙ্গে আনন্দে মাতোয়ারা শিশুরাও। মূলত তাদের জন্যই তো বিশেষ দিনে বিশেষ জায়গায় আসা অভিভাবকদের।
প্রধান ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়ে হরিণের খাঁচা। এরপর বানর, বাঘ সিংহ, জিরাফ, হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে কৌতূহলের দৃষ্টি। জীবিত এসব বিচিত্র প্রাণিকে কাছ থেকে দেখায় বাড়তি উচ্ছ্বাস সব বয়সী মানুষের।