এদিকে ঈদ উদযাপনে নতুন পোশাকের খোঁজে মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সেই ভিড় কয়েকগুণ বেড়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় পোশাকের প্রতি মানুষের রুচিবোধ। প্রতি বছরই ঈদ এলে নতুন নতুন ডিজাইনের পোশাকের দেখা মেলে বাজারে। কারও পছন্দ শাড়ি কারও পাঞ্জাবি। তাই তো ঈদের আগে ছুটির দিনে শেষ সময়ের কেনাকাটা করছেন ক্রেতারা।
বিক্রেতারা জানান, মাসজুড়ে ঈদের বেচা-বিক্রি জমজমাট ছিলো।
মার্কেটগুলোর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের প্রতি ক্রেতাদের আর্কষণ থাকে। দাম কিছুটা বেশি হলেও পরিবারের সবার পোশাক একসঙ্গে পাওয়া যায় বলে আউটলেটে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো ছিল।
শোরুমের বিক্রেতারা বলছেন, প্রথম দিকের তুলনায় ঈদের আগে আগে বিক্রি বেড়েছে।
পছন্দের পোশাকে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে কেউ কোন কমতি রাখতে চান না। ফলে ভিড় ঠেলে পোশাক কিনতে মার্কেটে আসছেন ক্রেতারা।