দেশে এখন
0

খাবার খেয়ে অসুস্থ রাজধানীর মাদ্রাসার শিক্ষকসহ ৫১ শিক্ষার্থী

খাবার খেয়ে অসুস্থ হয়ে রাজধানীর বংশাল এলাকার এক মাদ্রাসার শিক্ষকসহ ৫১ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

আল-জামিয়া মদিনাতুল উলুম নামের এ মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ৫১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় ৫০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

এক শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছে। জানা গেছ, রাতের খাবার বাইরে থেকে এক ব্যক্তি মাদ্রাসায় দিয়ে ছিলেন। সেই খাবার খেয়েই শিক্ষার্থী-শিক্ষকরা অসুস্থ হয়ে পড়েন।

ইএ