দেশে এখন

সাতক্ষীরায় ১৫ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ সামগ্রী জব্দ

সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদন বিহীন ওষুধ সামগ্রী রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে ১৫ লাখ টাকার ওষুধ সামগ্রী জব্দ এবং তিয়ানশির দুই ডিস্ট্রিবিউটর শফিকুল ইসলাম ও তুহিনুজ্জামানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদার এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সাতক্ষীরা অফিসের তথ্যের ভিত্তিতে শহরের ইসলাম টাওয়ারে তিয়ানশি কোম্পানির অফিসে অভিযান চালানো হয়। এসময় বিএসটিআই অনুমোদন বিহীন ওষুধ সামগ্রী রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করা হয়। পাশাপাশি ১৫ লাখ টাকার ওষুধ সামগ্রী জব্দ করা হয়। এছাড়া লেবেল বা সীলবিহীন ওষুধ সামগ্রী বিক্রয়ের অভিযোগে দুইজন ডিস্ট্রিবিউটরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, র‌্যাব, পুলিশ ফোর্স, ড্রাগ সুপারের প্রতিনিধি ও এনএসআই-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর