আজ (শুক্রবার, ২৯ মার্চ) ঈদুল ফিতরকে সামনে রেখে বিক্রি হচ্ছে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে প্রথম ঘণ্টায় সর্বোচ্চ হিট করে সার্ভারে।
অনলাইনে টিকিট কেনার চেষ্টায় প্রত্যাশীদের রেকর্ড হিট পড়ে সার্ভারে। রেলের সার্ভারে প্রথম ঘন্টায় হিট করে ২ কোটি ২০ লাখ বার। যদিও এই চেষ্টার বিপরীতে পশ্চিমাঞ্চলের বরাদ্দ ছিল ১৬ হাজার টিকিট। সে হিসাবে প্রতিটি টিকিটের জন্য প্রায় ১ হাজার ৪০০ বার চেষ্টা করেন টিকিট প্রত্যাশীরা।
রেল সংশ্লিষ্ট কর্মবর্তারা জানিয়েছেন, সকালে প্রথম এক ঘণ্টায় টিকিট বিক্রি হয়েছে ১৪ হাজার।
টিকিট না পাওয়ার তালিকা ছিল বেশ দীর্ঘ। অনেকেই কমলাপুর আসেন অভিযোগ জানাতে। তাদের দাবি, রেলের যোগসাজশে টিকিট যাচ্ছে কালোবাজারিদের হাতে।
তবে রেলওয়ে বলছে, এমন অভিযোগ ভিত্তিহীন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চেষ্টা করছেন তারা।
অনলাইনে টিকিট যারা পায়নি, তাদেরও রয়েছে যাওয়ার সুযোগ। যাত্রার দিন মিলবে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট। সেই সঙ্গে চলবে ২৫ জোড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন।
৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চ এবং ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ।
ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে আগামীকাল ৩০ মার্চ।
এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।