ধানমন্ডির টুইন পিক টাওয়ারের ১৩ রেস্টুরেন্ট সিলগালাই থাকবে: হাইকোর্ট

0

ধানমন্ডির গাউসিয়া টুইন পিক টাওয়ারের অনুমোদনহীন ১৩টি রেস্টুরেন্ট সিলগালাই থাকবে জানিয়ে হাইকোর্ট বলেছেন, ‘অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে হবে।’

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজউকের অভিযানে সিলগালা হওয়া ১৩টি রেস্টুরেন্ট খুলতে চেয়ে করা আবেদনে সাড়া দেননি বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

এদিন অভিযান পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার উপস্থিত ছিলেন। এর আগে হাইকোর্টের অপর একটি বেঞ্চ বেইলি রোড ট্র্যাজেডির পর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযানে গ্রেফতারকৃত শ্রমিকদের তালিকা চেয়েছিলেন।

গত ৪ মার্চ রাজউকের অভিযানে ধানমন্ডির গাউছিয়া টুইন পিক টাওয়ারে অনুমোদনহীন ও নকশাবহির্ভূতভাবে নির্মিত ১৩টি রেস্টুরেন্ট সিলগালা করা হয়।