দেশে এখন
0

চট্টগ্রামমুখী ট্রেন চলাচল শুরু, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুতের প্রায় ১৪ ঘণ্টা পর চট্টগ্রামমুখী ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে সেখানকার আপ লাইন বন্ধ থাকায় চলাচলে বাড়তি সময় লাগছে। অন্যদিকে শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েছেন অনেক যাত্রী।

সোমবার (১৮ মার্চ) ভোর ৪টার দিকে ডাউন লাইনটি ট্রেন চলাচলের জন্য উপযুক্ত ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম পূ্র্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আপ লাইনটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এরপর গতকাল সন্ধ্যা ৭টার দিকে দুটি রিলিফ ট্রেন উদ্ধারের কাজ শুরু করে। রাত ৪টা পর্যন্ত ৯ ঘণ্টার চেষ্টায় ডাউন লাইনের ওপর পড়া বগিগুলো সরানো হয় ।

এর আগে রোববার দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিজয় এক্সপ্রেস ট্রেন। কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় পৌঁছালে ১৮টির মধ্যে ৯টি বগি লাইনচ্যুত হয়। আহতদের উদ্ধারে প্রথমে এগিয়ে আসে স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নেন।

ট্রেনের এক কর্মচারির দাবি, তেজের বাজার এলাকায় ব্রিজের স্লিপারে ক্লিপ না থাকায় বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পরপরই ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। তদন্তের পরই এ দুর্ঘটনার কারণ উদ্ঘাটন হবে বলে জানান তারা।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।’

এই ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।